|
ad728
ad728

"মহাকাশে আবারও ব্যর্থ ভারত: ইসরোর নতুন অভিযান ভেস্তে"

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 18-05-2025 ইং
  • 3941 বার পঠিত
"মহাকাশে আবারও ব্যর্থ ভারত: ইসরোর নতুন অভিযান ভেস্তে"
ছবির ক্যাপশন: ব্যর্থ ইসরো ছবি সংগৃহীত

কালের কণ্ঠস্বর ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি নতুন অভিযান ব্যর্থ হয়েছে। রোববার ভোরে শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-সি৬১ রকেট উৎক্ষেপণ করা হয়, যার মাধ্যমে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে মিশনের তৃতীয় ধাপে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় অভিযান মাঝপথেই বাতিল করতে বাধ্য হন ইসরোর বিজ্ঞানীরা।

রকেটটি উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পর, তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরে ত্রুটি ধরা পড়ে। ফলস্বরূপ, উপগ্রহটি নির্ধারিত ৫২৪ কিলোমিটারের সান-সিংক্রোনাস কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। ইসরোর পক্ষ থেকে জানানো হয়, "পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে বিশেষ একটি পর্যবেক্ষণের কারণে মিশনটি বন্ধ করা হয়।"

ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণান সরাসরি সম্প্রচারে অভিযান ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেন। এরপর মহাকাশেই রকেটটিকে ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়, যাতে এটি নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীতে ফিরে এসে কোনো বিপদ তৈরি না করে।

ইওএস-০৯ উপগ্রহটির ওজন ছিল ১,৬৯৬ কেজি। এটি ছিল ইসরোর ১০১তম মহাকাশ অভিযান। ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেটের মাধ্যমে ইসরো ৬৩টি উৎক্ষেপণ সম্পন্ন করেছে, যার মধ্যে এটি তৃতীয় ব্যর্থতা।

ইতিমধ্যে ইসরো একটি ব্যর্থতা বিশ্লেষণ কমিটি গঠন করেছে, যারা তদন্ত করে দেখবে কেন তৃতীয় ধাপে এই গোলযোগ ঘটেছিল। যদিও ব্যর্থতা সত্ত্বেও ইসরো আশ্বস্ত করেছে যে, রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে কোনো ক্ষয়ক্ষতি করবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর